Header Ads

রাজধানীতে তীব্র গ্যাস সংকট সংকট চরম ভোগান্তিতে জনজীবন।

রাজধানীতে তীব্র গ্যাস সংকট সংকট চরম ভোগান্তিতে জনজীবন
রাজধানীতে তীব্র গ্যাস সংকট সংকট চরম ভোগান্তিতে জনজীবন।
সংকট চরম ভোগান্তিতে জনজীবন
রাজধানীর মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে ছয় বান্ধবী নিয়ে থাকেন শান্তা রহমান পিংকি। সবাই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পাশাপাশি খণ্ডকালীন চাকরিও করেন তারা। ক্লাস-কাজ সামলিয়ে বাসায় পড়াশোনার সময় এমনিতেই তাদের কম। সেই কম সময়ও এখন হাতছাড়া। সারাদিন এবং সন্ধ্যায় বাসায় গ্যাস থাকে না। মৃদু গ্যাস আসে রাত ১টার দিকে ঘুমের সময়। এরপর মিটমিট আগুনে রান্নাবান্নায় পেরিয়ে যায় রাত চারটা। সকাল ৯টা থেকে সেই ক্লাস-অফিস সামলাতে অনেকটা দিশেহারা তারা।  মান্ডার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য হারুনুর রশিদ বাদশা। তার ওয়ার্ডে (দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ৭১নং  ওয়ার্ড) বাস করে প্রায় আড়াই হাজার পরিবার। সম্প্রতি তিতাস গ্যাস কোম্পানিকে চিঠি দিয়ে তারা গ্যাস সংকট ও ভোগান্তির কথা জানান। কিন্তু পরিস্থিতির উন্নতি নয় বরং অবনতিই হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত পাইপলাইনে গ্যাস থাকে। বাকি সময়ে চলে গ্যাসের জন্য হাহাকার। নির্ঘুম রাত কাটছে গৃহিণীদের-এলাকাবাসীদের।
PropellerAds


Powered by Blogger.