Header Ads

জেনে নেই মধ্যযুগে বাংলা সাহিত্যে ও সাহিত্য ধারা সম্পর্কে ।

জেনে নেই মধ্যযুগে বাংলা সাহিত্যে ও সাহিত্য ধারা সম্পর্কে। 



মধ্যযুগে বাংলা সাহিত্যে


1. প্রশ্ন: চর্যাপদ কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পুনরুদ্ধার করা হয়েছে?
উঃ বঙ্গীয় সাহিত্যে পরিষদ।

2. প্রশ্ন: মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করে? 
উঃ পাঠান সুলতানগণ।

3. প্রশ্ন: মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম?
উঃ শ্রী চৈতন্যদেব।

4. প্রশ্ন: কার অনুপ্রেরণায় মহাভারতের অশ্বমেধ পর্ব অনুদিত হয়? 
উঃ নাসিরউদ্দিন নসরৎ শাহের।

5. প্রশ্ন: কার রাজত্বকালে বাংলার লৌকিক কাহিনী মনসামঙ্গল রচিত হয়? 
উঃ হুসেন শাহের।

6. প্রশ্ন: চৈতন্য ভাগবত কার সময় রচিত হয়? 
উঃ গিয়াসুদ্দীন মাহমুদ শাহের।

7. প্রশ্ন: কার পৃষ্ঠপোষকতায় কৃত্তিবাস রামায়ণের অনুবাদ করেন? 
উঃ জালালুদ্দিন মুহম্মদ শাহের।

8. প্রশ্ন: কবি বিদ্যাপতি ও শেখ কবির কার আদেশে বৈঞ্চবপদ কাব্য রচনা করেন?
উঃ নাসির উদ্দিন নসরৎ শাহের।

9. প্রশ্ন: কবি বিজয়গুপ্ত কার আদেশে মনসামঙ্গল কাব্য রচনা করেন? 
উঃ আলাউদ্দিন হুসেন শাহের।

10. প্রশ্ন: বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক? 
উঃ আলাউদ্দিন হুসেন শাহ।

11. প্রশ্ন: গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় শাহ মুহম্মদ সগীর কোন কাব্যটি রচনা করেন? 
উঃ ইউসূফ- জুলেখা।

12. প্রশ্ন: নসীয়তনামা কাব্য কার পৃষ্ঠপোষকতায় রচিত?
উঃ শ্রীসুধর্মের।

13. প্রশ্ন: কার আদেশে সয়ফুল-মূলক রচিত হয়?
উঃ সৈয়দ মুসার আদেশে।

14. প্রশ্ন: কার আদেশে আলাওল সতীময়না কাব্য রচনা করেন? 
উঃ লস্কর উজীর আশরাফ খানের।

15. প্রশ্ন: কবি জৈনুদ্দিন কার সভাকবি ছিলেন? 
উঃ গৌড়ের সুলতান ইউসুফ শাহেব।

16. প্রশ্ন: রসুল বিজয় কাব্য কার অনুপ্রেরণায় রচিত হয়?
উঃ শামসুদ্দীন ইউসূফ শাহের।

17. প্রশ্ন: মহা বংশাবলী নামক সামাজিক ইতিহাস গ্রন্থের পৃষ্ঠপোষক কে? 
উঃ সুলতান জালালউদ্দিন ফতেহ-ই-শাহ।

18. প্রশ্ন: বাংলায় সর্বপ্রথম বিদ্যাসাগর কাহিনী কার আমলে রচিত হয়? 
উঃ হুসেন শাহের আমলে।

19. প্রশ্ন: কার পৃষ্ঠপোষকতায় ভারতচন্দ্র বিদ্যাসুন্দর রচনা করেন?
উঃ রাজা কৃষ্ণ চন্দ্র্রের।

20. প্রশ্ন: কোন কবি গিয়াস উদ্দীন আযম শাহের রাজা কর্মচারী ছিলেন? 
উঃ শাহ মুহম্মদ সগীর।

21. প্রশ্ন: কবি মালাধর বসুর পৃষ্ঠপোষক কে ছিলেন?
উঃ শামসউদ্দিন ইউসুফ শাহ।

22. প্রশ্ন: রাজা লক্ষন সেনের সভাকবি কে ছিলেন? 
উঃ ভারতচন্দ্র ।

23. প্রশ্ন: হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কে কাব্য চর্চা করেন? 
উঃ রূপ গোস্বামী।

24. প্রশ্ন: কবীন্দ্র পরমেশ্বর কার আদেশে বাংলায় মহাভারত রচনা করেন? 
উঃ পরাগল খানের।

25. প্রশ্ন: ছুটি খানের সভাকবি কে ছিলেন?
উঃ শ্রীকর নন্দী।

26. প্রশ্ন: আলাওল পদ্মাবতী রচনা করেন? 
উঃ মাগন ঠাকুরের অনুরোধে।

27. প্রশ্ন: কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?
উঃ গিয়াসউদ্দিন আজম শাহ। 


সাহিত্য ধারা 


1.প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রধান প্রধান সাহিত্য ধারা কি কি? 
উঃ গীতিকবিতা, মহাকাব্য, উপন্যাস, গল্প, নাটক, প্রহসন, প্রবন্ধ, অভিসন্দর্ভ, সমালোচনা, পত্র সাহিত্য, জীবনী সাহিত্য ইত্যাদি।

2.প্রশ্ন: মধ্যযুগের অন্যতম সাহিত্য ধারা কি কি ? 
উঃ বৈঞ্চব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, কবিগান, পুঁথি সাহিত্য, অনুবাদ সাহিত্য, মর্সিয়া সাহিত্য ইত্যাদি।

3.প্রশ্ন: আধুনিক যুগের সাহিত্য ধারা কি কি ?
উঃ মহাকাব্য, গীতিকাব্য, উপন্যাস,নাটক, ছোটগল্প, প্রহসন,প্রবন্ধ, নিবন্ধ, অভিসন্দর্ভ, সমালোচনা, আত্মজীবনীমূলক সাহিত্য, পত্র সাহিত্য, গীতিনাট্য ইত্যাদি।

1 comment:

  1. Slot City Casino | New Casino and Table Games with No Deposit
    Slot City Casino offers over 100 카지노 online casino games including slots, blackjack, roulette and more, 바카라 사이트 for fun at the best online casino 인카지노 for real money

    ReplyDelete

Powered by Blogger.