Header Ads

চাকরি পাওয়ার কৌশল ব্যাপক প্রস্তুতি থাকার পরও চাকরিটা হয় না।

চাকরির ইন্টারভিউয়ের জন্য ব্যাপক প্রস্তুতি থাকার পরও চাকরিটা হয় না। আসলে এখানে আপনার যোগ্যতার অভাবের বিষয় নয়। কারণ চাকরি খোঁজা থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকে না। তাই আমরা চাকরি পাওয়ার জন্য কিছু কৌশল অবলম্বন করি, তাহলে চাকরি পাবার সম্ভবনা অনেক বেরে যাবে । 



পছন্দের প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য নিন

বন্ধু-বান্ধব, পরিচিতজন বা অন্যদের কাছ থেকে ওই প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানুন। যেখানে চাকরি করতে চাচ্ছেন তার অবস্থা কী তা না জেনে কি সেখানে যোগ দেওয়া ভালো?

মুখে নয়, কাজে দেখান

যদি প্রোগ্রামার হন, তবে নিজের কাজের কিছু নমুনা চাক্ষুস দেখান। শুধু মুখে বললে চিড়ে ভেজে না। যে খাতে কাজ করতে চান, সে খাতে আপনার প্রাথমিক অভিজ্ঞতা হলেও তা কর্তৃপক্ষকে চোখে দেখানোর চেষ্টা করুন।

সশরীরে দেখা দিন

সিভি বা রিজ্যুমি জমা দিয়ে অপেখক্ষায় থাকবেন না। ওই প্রতিষ্ঠানে গিয়ে সে বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করুন। পরিচিত কেউ রয়েছে কিনা খুঁজে দেখুন। এমন কারো সঙ্গে কথা বলার চেষ্টা করুন যিনি চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রভাববিস্তার করতে পারে।

পছন্দের প্রতিষ্ঠান বের করুন

প্রথম কাজ এটি। যে প্রতিষ্ঠান বা যে খাতে কাজ করতে আগ্রহী তা আগে খুঁজে বের করুন। সবাই চাকরি খোঁজার আগে দুর্দান্ত সিভি বা রিজ্যুমি তৈরিতে মন দেয়। আসলে তার আগে প্রয়োজন কোথায় চাকরি করতে চান তা মনস্থির করা।

পছন্দের ক্ষেত্রের গ্রাউন্ড ওয়ার্ক করে রাখা

প্রতিষ্ঠানগুলো নতুন কাউকে নিয়োগ দিয়ে তাকে ট্রেনিং দিয়ে নেয় বা তাকে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেয়। স্থায়ীত্ব পাওয়া পর্যন্ত সময়টুকুই নষ্ট হয় এখানে। তাই যে খাতে কাজ করতে আগ্রহী তার প্রাথমিক দায়িত্ব নিজ দায়িত্বে আয়ত্ত করে নিন। ওই কাজের গ্রাউন্ড ওয়ার্ক করে রাখুন। তাহলে ট্রেনিংয়ের ঝামেলা থেকে বাঁচবেন।

রেফারেন্স ব্যবহার করুন

পেশাজীবনে সম্পর্কেই অনেক কিছু হয়। তাই সিভিতে পরিচিতজনদের মধ্যে বড় পদাধিকারী কেউ থাকলে তার রেফারেন্স তুলে দিন। এটি চাকরি পেতে দারুণ কাজে দেয়। তা ছাড়া চাকরিদাতারও আস্থা বাড়ে।

নিজেকে উন্মোচিত করে দিন

ইন্টারভিউয়ের ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান জাঁদরেল। আবার অনেকেই মোটেও কঠোর নয়। প্রতিষ্ঠান যেমনই হোক, ইন্টারভিউয়ে বসে নিজেকে উন্মুক্ত করে দিন। অর্থাৎ আপনি আসলে কী পারেন, কী কী চ্যালেঞ্জের মোকাবিলা কী কী উপায়ে করতে পারবেন এবং আপনার ভেতরে কী রয়েছে তা পরিষ্কার করে দিন।

No comments

Powered by Blogger.