Header Ads

প্রথমবারের মতো রাজশাহীতে ফ্লাইওভার ও চারলেন সড়ক হচ্ছে।

প্রথমবারের মতো রাজশাহীতে ফ্লাইওভার ও চারলেন সড়ক হচ্ছে

প্রস্তাবিত ফ্লাইওভার ও চারলেন সড়কের নকশা
প্রস্তাবিত ফ্লাইওভার ও চারলেন সড়কের নকশা

রাজশাহীতে প্রথমবারের মতো ফ্লাইওভার ও চারলেনের রাস্তা নির্মিত হচ্ছে। রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ এবং রাজশাহী-নাটোর মহাসড়ককে পূর্ব-পশ্চিমে সড়ক ও ফ্লাইওভারের মাধ্যমে সংযুক্ত করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগর ভবন জিআইজেড সভাকক্ষে এ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। রাসিকের পক্ষে প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার। রাস্তার কাজের চুক্তি স্বাক্ষর করেন নির্মাণকারী প্রতিষ্ঠান এমবিআইএল-আরই (জেভি) পরিচালক তৌরিদ আল মাসুদ, ফ্লাইওভার চুক্তি স্বাক্ষর করেন ডেইনকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম। প্রকল্পের সার্বিক তথ্য উপস্থাপন করেন প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক।
জানা গেছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পে ব্যয় হবে ১৮২ কোটি ৬৮ লাখ টাকা। এ প্রকল্পের আওতায় মহানগরীর রাস্তার জন্য প্রথম পর্যায়ে ২০ কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়ে সংশোধিত ২৪ কোটি টাকা এবং বুধপাড়া রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণে ২৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩২ টাকা এবং অবশিষ্ট টাকা জমি অধিগ্রহণ ও ভৌত অবকাঠামো নির্মাণে ব্যয় হবে।
অনুষ্ঠানে মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে আজ একটি ঐতিহাসিক দিন। এ প্রকল্পের মাধ্যমে আমরা নাটোর নওগাঁ সড়কের একটি বন্ধন তৈরি করতে যাচ্ছি। প্রকল্পের ফ্লাইওভার এবং সড়ক দুটি সম্পন্ন হলে মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ঘটবে। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করার আহ্বান এবং ২০৫০ সালের মধ্যে রাজশাহীকে আধুনিক নগরীতে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র।
এসময় রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুজ্জামান টিটো, প্যানেল মেয়র-৩ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোসা. নূরুন্নাহার বেগম, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনসুর রহমান, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রবিউল আলম মিলু, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বেলাল আহম্মেদ, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনির হোসেন, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইকবাল হোসেন দিলদার, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল হামিদ সরকার টেকন, সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, রাসিকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক গোলাম মুর্শেদ, মেয়রের একান্ত সচিব ওয়ালিদ হাসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.