Header Ads

মজার ধাঁধা, মজার প্রশ্ন


মজার ধাঁধা

1- একটি সবুজ ঘর আছে । সবুজ ঘরের ভিতর একটি সাদা ঘর আছে। সাদা ঘরের ভিতর একটি লাল ঘর আছে । এবং লাল ঘরের ভিতর অনেক গুলো ছোট শিশু আছে।
এটা কি ? 

_______ Ans _______




2- সে কে যে বধির, বাকশক্তিহীন ও অন্ধ কিন্তু সবসময় সত্য বলে ? 



________ Ans ________



3 - কোন ফল বেশির ভাগ মানুষ না ধুয়ে ও না ছুলে খায় ?

________ Ans ________



4 কোন জিনিস কাটলে বড় হয় ?

________ Ans ________



5- এক জাদুকর দম্ভ করে বলল ছয় মিনিট পানির নিচে নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে সে। এটা শুনে ছোট একটা ছেলে বলল, এটা আর এমনকি, পানির নিচে কমসে কম ১০ মিনিট থাকতে পারব আমি। এজন্য এমনকি অক্সিজেন মাস্ক কিংবা অন্য কোনো ধরনের যন্ত্রপাতিও প্রয়োজন হবে না। এই কথা শুনে জাদুকর খেপে গিয়ে বলল, যদি সত্যি পারো, তবে তোমাকে ১০ হাজার টাকা দেব আমি। জাদুকরকে সত্যিই ছেলেটিকে ১০ হাজার টাকা দিতে হয়েছিল। কেন ?


________ Ans ________


6- হাতির কখন ৮টি পা দেখা যায়


________ Ans ________


7- নড়ে কিন্তু চড়ে না। কি


________ Ans ________



8- একজন বাড়ি-ওয়ালা কখন ব্যাচেলার খোজে


________ Ans ________






__এখানে সব উত্তর __ 


1= তরমুজ 
2= বই 
3=সুফল/কুফল
4=পুকুর 
5=ছেলেটি মাথার উপরে একটি পানির পাত্র রেখেছিলো 
6= যখন সামনে ২টি হাতি থাকে। 
7= পানি 
8= মেয়ে বিয়া দেওয়ার জন্য 

No comments

Powered by Blogger.