Header Ads

ফেসবুকে ইন্টার্নশিপের সুযোগ, যুক্তরাষ্ট্র


ফেসবুকের লক্ষ্য হল এমন একটি কমিউনিটি গঠন করা, যেখানে দুনিয়ার সকল গোত্র ও বর্ণের মানুষ একত্রিত হতে পারে। একাজ তারা ওয়েবসাইট ও বিভিন্ন এপ্সের মাধ্যমে করে আসছে। যেন মানুষ খুব সহজে নিজের মতামত ও অভিব্যক্তি অন্যের সাথে শেয়ার করতে পারে।
বিশ্বজুড়ে ফেসবুকের পঞ্চাশটি অফিস রয়েছে। ফেসবুকে কাজ করার ক্ষেত্রে তারা কর্মীকে একটি প্রতিষ্ঠানে কার্যকরী ভুমিকা পালনে অসংখ্য সুযোগ প্রদান করে। ফেসবুক এখন অল্পসংখ্যক “ডাটা-ড্রাইভেন সামার এসোসিয়েট” খুঁজছে। এ পদদারি মার্কেট রিসার্চ, বিজনেস ট্রেন্ড, বিজনেস অপারেশন, সেলস, ডাটা এনালাইসিস ও বিজনেস ইন্টেলিজেন্সসহ অন্যান্য ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে।

স্থান:

 যুক্তরাষ্ট্র

 সুযোগ সুবিধাসমূহ

  • বিশ্বজুড়ে শক্তিশালী কমিউনিটি গঠনের সুযোগ।
  • ইন্টার্নকে অর্থ প্রদান করা হবে।
  • ইন্টার্ন কাজের মাধ্যমে প্রযুক্তি, ইন্টারনেট, মিডিয়া ইকো সিস্টেম, ব্যতিক্রম বিশ্লেষণী দক্ষতা ও যোগাযোগ দক্ষতাসহ অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত ধারনা লাভ করবে। এবং তারা এটাও জানতে পারবে প্রচুর কাজের চাপে কিভাবে নিজের ভারসাম্য বজায় রাখতে হয়।

 আবেদনের যোগ্যতা

  • ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। বিজনেস, ফিন্যান্স, বিশ্লেষণমূলক কাজ ও পরিকল্পনা বিষয়ের উপর নিম্নপক্ষে ২ বৎসরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
  • মাইক্রোসফট এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষ হতে হবে।
  • সমস্যা নির্ণয় ও দ্রুত সমাধানের বিশ্লেষণী দক্ষতা থাকতে হবে।
  • অবশ্যই কর্মক্ষেত্রে মনোযোগী হতে হবে।
  • ফেসবুক নিয়ে আগ্রহি হতে হবে।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ অন্যান্য দেশ।

No comments

Powered by Blogger.