Header Ads

উইন্টার একাডেমী অফ ইন্টারন্যাশনাল ল’ প্রোগ্রাম ২০১৮, তুরস্ক

 
ইতিহাসের  সবচেয়ে বড় শরণার্থী সঙ্কটের মধ্যেও তুরস্ক বিশ্বের একমাত্র দেশ যা ৪ মিলিয়নেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে ইস্তানবুল সেন্টার অফ ইন্টারনেশনাল ল’  (আই.সি.আই.এল) আয়োজন করছে “উইন্টার একাডেমী অফ ইন্টারন্যাশনাল ল’ প্রোগ্রাম”  যা ইস্তানবুল আইন শিক্ষা প্রতিষ্ঠান ও শরণার্থী আইন বিষয়ে কাজ করবে।
উদ্দেশ্য হলো তুরস্কের আইন শিক্ষার্থী দের মাঝে শরণার্থী আইন বিষয়ক কর্মদক্ষতা বৃদ্ধি করা বিশেষত শরণার্থীদের  সামাজিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো দূর করার চেষ্টা করা । একই সাথে তারা বৈদেশিক আইন শিক্ষার্থীদের শরণার্থী আইন বিষয়ে বিশ্লেষণ, জ্ঞানলাভ ও পর্যবেক্ষণ করার সুযোগ দান করবে যা তারা তুরস্কের ইস্তানবুলে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমে লাভ করবে।

স্থান:

 তুরস্ক

 সুযোগ সুবিধাসমূহ

  • বাসস্থান ও খাদ্য ছাড়া শিক্ষার্থীদের  ব্যয় হবে ১৭৫ ইউরো
  •  নির্বাচিতরা নিজেদের খাদ্য এবং বাসস্থান এর দায়িত্ব নিজেরাই বহন করবে
  • তুরস্কের অংশগ্রহণ কারিদের জন্য আংশিক বৃত্তি উন্মুক্ত। কিন্তু আই.সি.আই.এল  শিক্ষার্থী দের জন্য এই কর্মসূচিতে  সংরক্ষিত আসন থাকায় আসন সংখ্যা সীমিত।
  • আই.সি.আই.এল গঠন কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য বিশেষ ফি মনোনীত করা হয়েছে।
  • যদি ভিসা প্রয়োজন হয় তুরস্কে প্রবেশ করতে তাহলে গ্রহণযোগ্যতার পত্র পাওয়ার সাথে সাথেই তাদের সাথে যোগাযোগ করতে হবে ।তারা আপনাকে একটি আমন্ত্রণ পত্র দিবে যা ভিসার ক্ষেত্রে সাহায্য করবে।

 

আবেদনের যোগ্যতা

অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সবার জন্য উন্মুক্ত

আবেদন পদ্ধতি

অনলাইনে লিংক এর মাধ্যমে আবেদন করুন।
আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ৩, ২০১৮ (৭ দিন বাকি)

No comments

Powered by Blogger.